কোচবিহারে দিন দুপুরে তৃণমূলের যুব কর্মীকে খুন
ছবির ক্যাপশন:
কোচবিহার জেলার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ী থানার ডোডেয়ার হাট এলাকায় দিনের বেলায় শু:টআউ'ট। মৃ'ত যুবকের নাম অমর রায়। তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং তৃণমূলের সক্রিয় কর্মী।
জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ অমর রায় কয়েকজন বন্ধুদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় দুই থেকে তিনজন দু:ষ্কৃতী বাইকে এসে খুব কাছ থেকে অমর রায়কে লক্ষ্য করে মা'থায় গু/লি করে। ঘটনাস্থলেই লু'টিয়ে পড়ে অমর। ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়। সেসময় অমরের এক বন্ধুর পায়ে গু'লি লাগে। তাকে আ'শঙ্কাজ'নক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এম.জে.এন. মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। ঘটনার আ'তঙ্কে দোকানপাট তড়িঘড়ি বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি দিনের বেলায় এমন নৃ'শংস হ'ত্যাকা'ণ্ডের জন্য প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিকে দায়ী করেন।
এছাড়া হাসপাতালে গিয়ে আ'হত যুবকের খোঁজখবর নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
কমেন্ট বক্স
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..