পুরসভার কর্মীকে গু/লি করে খু/ন। শুক্রবার সন্ধ্যার পর বাইকে চড়ে পুরসভার এক কর্মীর পিছু ধাওয়া করে গু/লি চালিয়ে পালিয়ে যায় দুই দু'ষ্কৃতী। হা'ড়হিম করা সেই ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আসানসোল পুরসভার কুলটির থানার নিয়ামতপুরের রহমান পাড়ার ঘটনা। ওই পুরকর্মীর নাম জাভেদ বারিক।
সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, নিয়ামতপুরের রহমান পাড়ার রাস্তায় দুই যুবক বাইকে বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পুরকর্মী জাবেদ বারিক। ওই ব্যক্তি কিছুটা এগিয়ে যেতেই বাইক নিয়ে ধাওয়া করে খুব কাছ থেকে গু/লি চালায় দু'ষ্কৃতীরা। এরপর দ্রুতগতিতে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার পুলিশ। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্তারা। কী কারণে এই শু'ডআউ'ট, কারাই বা হা'মলা চালাল, সেসব উত্তর খুঁজছেন পুলিশ আধিকারিকরা।
এ জাতীয় আরো খবর..