গৃহস্থ্যের বাড়ি থেকে মুরগী শিকার করতে এসে কুয়োর মধ্যে পড়ে গেল চিতাবাঘ। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার মেটেলির ইংডং চা বাগানে।
জানা গিয়েছে, আজ ভোরে মেটেলির ইংডং চা বাগানের অশোক লাইনের বাসিন্দা শুকনাথ গোয়ালার ঢোকে একটি চিতাবাঘ। তার উঁচু মুরগির খাচা থেকে একটি মুরগি নিয়ে ঝাঁপ দেয় চিতাবাঘটি। আর তখনই বাড়ির পাকা কুয়োতে পড়ে যায়। গভীর কুয়েতে পড়ে যাওয়ায় আর সেখান থেকে উঠতে পারছিল না। চিতাবাঘের গর্জন শুনে টের পান পরিবারের সদস্যরা। তখনই দেখেন কুয়োতে চিতাবাঘ পড়ে আছে। খবর পেয়ে ছুটে আছেন বনকর্মীরা।
চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার পর উদ্ধারের চেষ্টা করেন।