ইচ্ছে করলে চলে আসতে পারেন।
বৃষ্টি কে উপেক্ষা করেই শিলিগুড়ি ও আশপাশের মানুষেরা একে একে অডিশনের জন্য সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন। জি বাংলার জনপ্রিয় শো দিদিনম্বর-১ ও রান্নাঘর এর মেগা অডিশন চলছে। শিলিগুড়ি নবগ্রাম উইনার্স ক্লাবে।
সময় ১১ টা থেকে 4 টা পর্যন্ত।
এ জাতীয় আরো খবর..