পাহাড়ে বেড়াতে এসে প্রাণ গেল তরুণ পর্যটকের। জানাগেছে, সোমবার ভোরে কার্সিয়ঙের ডাউহিল এলাকার একটি হোমস্টে থেকে পড়ে গিয়ে ওই তরুণ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাহাড়ি শহরে। একইসঙ্গে পর্যটকের পরিবারেও।
মৃত যুবকের নাম সপ্রণীল চট্টোপাধ্যায় (২৩)। তিনি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের পুত্র। তিন দিন আগে পাঁচ বন্ধু-সহ তিনি কার্সিয়ঙে বেড়াতে আসেন এবং ডাউহিল এলাকার ওই হোমস্টেতে উঠেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর প্রায় পাঁচটা নাগাদ হোমস্টের তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান সপ্রণীল। তড়িঘড়ি খবর পেয়ে কার্সিয়ঙ থানা পুলিশ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..