কিছুটা মানসিক অনুস্থ। হয়তো হারিয়ে গিয়েছে অথবা পথ ভুলে
চলে এসেছে। পরিবার লোকেরাও হয়তো খুঁজে বেড়াচ্ছেন। যে মানুষটির ছবি দেখছেন দীর্ঘ
কয়েক মাস ধরে রয়েছেন শিলিগুড়ির মাটিগাড়া সংলগ্ন সিটি সেন্টার এলাকায়। নাম
ঠিকানা কিছুই বলতে পারেন না। তবে অস্পষ্ট কথা বলেন। স্থানীয়রা কিছু দিলে সেটাই
খেয়ে দিন চলে যাচ্ছে।
চিনতে পারলে পরিবারকে জানাতে পারেন। এতো হয়তো ঘরে ফিরতে পারবে
ছেলেটি।