পুরসভার কর্মীকে গু/'লি করে খু;/নের ঘটনায় খুড়তুতো বোন গ্রেপ্তার। সোমবার জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গী আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে চেরি রঙের একটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি। জলপাইগুড়ি জেলা পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আসানসোল পুলিশ।
গত ২৯ আগস্ট রাত সাড়ে দশটা নাগাদ আসানসোল পুরসভার কুলটি থানার নিয়ামতপুরের রহমান পাড়ায় এক পুরকর্মীকে গু/'লি করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। মৃ/'ত পুরকর্মীর নাম জাভেদ বারিক।
সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, নিয়ামতপুরের রহমান পাড়ার রাস্তায় দুই যুবক বাইকে বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পুরকর্মী জাবেদ বারিক। ওই ব্যক্তি কিছুটা এগিয়ে যেতেই বাইক নিয়ে ধাওয়া করে খুব কাছ থেকে গু;/লি চালায় দু/'ষ্কৃতী;রা। এরপর দ্রুতগতিতে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার পুলিশ। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
ঘটনার পর খুড়তুতো বোন ফরহানাজ ও তার স্বামী আসিফ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃ;/তের পরিবার। তার বাড়ি আসানসোলের বস্তিন বাজার এলাকায়। পুলিশ তদন্তে নেমে মৃ'/ত জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইফতিকাম আলমকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ বিভিন্ন প্রযুক্তি ও সূত্রকে কাজে লাগিয়ে সোমবার জলপাইগুড়ি থেকে ফরহানাজকে গ্রেপ্তার করা হয়। তবে মূল অ:ভিযু'ক্ত আসিফ খানের নাগাল এখনও পায়নি পুলিশ।