চুরির অভিযোগ গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার। তার সঙ্গে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার ট্রাফিকে কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উত্তম বর্মন। অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী।
অভিযোগ, নিউ জলপাইগুড়ি থানার ( এনজেপি ) অন্তর্গত ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার টি পার্ক থেকে চা পাতা বোঝাই যে গাড়িগুলি বের হতো সেখান থেকেই চা পাতার বস্তা নামিয়ে নেওয়া হত।
অনেকদিন ধরে দেখা যাচ্ছিল গাড়িগুলি বাম্পের সামনে এসে ধীর গতি হলেই চা পাতার বস্তা নামিয়ে নিত ২ যুবক। সেই বস্তাগুলো অন্যত্র বিক্রি করে দেওয়া হতো বলেই অভিযোগ। এনজেপি থানায় ওই চা পাতা চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে শুক্রবার রাতে এনজেপি ( NJP ) থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার রয়েছে। শনিবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।