| বঙ্গাব্দ |
শিরোনাম :
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর! বিএসএফের কিশোরী মেয়ে আ;ত্ম'ঘা/তী বাংলাদেশ থেকে জালনোট এনে ভারতে পাচারের চেষ্টা স্ত্রীকে খুন করে ফেরার স্বামী! রাতের অন্ধকারে প/রকী;য়া ধরা পড়ে গেল যুগল কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র দাদাকে খু;/নের ঘটনায় খুড়তুতো ভাই ও বোন গ্রেপ্তার প্রকাশ্যে বৌদিকে খু/ন করলো দেওর! মা'নসিক নির্যাতনের কারণে আ/ত্মঘা/তী বলে অভিযোগ খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা সেতু সাত বছর পর বাড়ি ফিরলো নবম শ্রেণীর ছাত্র গাড়ি থেকে চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শু'টআউ'টের ঘটনা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা মুরগি নিয়ে ঝাঁপ দিতেই কুয়োতে পড়ে গেল চিতাবাঘ জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ! হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার সম্পর্কের টা'নাপোড়েনের জেরেই কি তরুণীকে খুন !
ad728

৩৩ বছর ধরে নখ কাটেন না ফুলবাড়ির অরুন !

  • প্রকাশিত : Aug 7, 2025
ছবির ক্যাপশন:

হেডলাইন নিউজ শিলিগুড়ি :

শখের যেন শেষ নেই। এই মানুষটি দেখুন। ৩৩ বছর ধরে হাতের নখ কাটছেন না। আর সেই নখ বাড়তে বাড়তে কয়েক ফুট। রীতিমতো নখ কুন্ডলী পাকিয়ে গিয়েছে। এই নখ নিয়েই নাকি যাবতীয় কাজ চলে প্রতিদিন। কি করে সমস্ত কাজ চলে তা অবশ্য অজানা আমাদের।মানুষ শখের বশে কত কিছুই না করে। আর ব্যতিক্রমী শখের জন্যই কৌতূহলের জন্ম দেয়। তেমনই ব্যতিক্রম এক শখ থেকে নখের প্রতি ভালোবাসা জন্মে অরুণ কুমার সরকারের (৪০)। আর সেই ভালোবাসাকে চিরস্থায়ী রূপ দিতে ৩৩ বছর ধরে বাঁ হাতের নখ কাটেননি তিনি। এতে অরুণ হয়ে উঠেছেন এক দর্শনীয় ব্যক্তি।

ঘটনাটি ভাইরাল। আমাদের কাছেও এসেছে তাকে নিয়ে। বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নে বাড়ি। উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অরুণ। বাবা রবীন্দ্রনাথ সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অরুণ জানান, ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে কয়েক সপ্তাহ নখ না কাটায় শিক্ষক তাঁকে নখ কাটার নির্দেশ দেন। কিন্তু কৌতূহলবশত অরুণ নখ আর না কেটে বড় করতে থাকেন। একপর্যায়ে সেই নখের প্রতি মায়া জন্মে যায় তাঁর। শুরু হয় দীর্ঘ নখ রাখার যাত্রা। এখন এই পর্যায়ে পৌঁছেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300