হেডলাইন নিউজ শিলিগুড়ি :
শখের যেন শেষ
নেই। এই মানুষটি দেখুন। ৩৩ বছর ধরে হাতের নখ কাটছেন না। আর সেই নখ বাড়তে বাড়তে কয়েক
ফুট। রীতিমতো নখ কুন্ডলী পাকিয়ে গিয়েছে। এই নখ নিয়েই নাকি যাবতীয় কাজ চলে প্রতিদিন।
কি করে সমস্ত কাজ চলে তা অবশ্য অজানা আমাদের।মানুষ শখের বশে কত কিছুই না করে। আর ব্যতিক্রমী
শখের জন্যই কৌতূহলের জন্ম দেয়। তেমনই ব্যতিক্রম এক শখ থেকে নখের প্রতি ভালোবাসা জন্মে
অরুণ কুমার সরকারের (৪০)। আর সেই ভালোবাসাকে চিরস্থায়ী রূপ দিতে ৩৩ বছর ধরে বাঁ হাতের
নখ কাটেননি তিনি। এতে অরুণ হয়ে উঠেছেন এক দর্শনীয় ব্যক্তি।