দিনের বেলায় বাড়ির দোতলায় উঠে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে গু/লি করে খু/ন করল যুবক৷ ছাত্রীর মাথায় গু/লি করে পালিয়ে যায়। সোমবার দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় এই ঘটনা৷ নি'হত ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক। ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ায় বলে পরিবারের দাবি৷
জানা গিয়েছে, ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত৷ ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হ/ত্যাকা/ণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আ'ততা'য়ী যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
এ জাতীয় আরো খবর..