| বঙ্গাব্দ |
শিরোনাম :
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর! বিএসএফের কিশোরী মেয়ে আ;ত্ম'ঘা/তী বাংলাদেশ থেকে জালনোট এনে ভারতে পাচারের চেষ্টা স্ত্রীকে খুন করে ফেরার স্বামী! রাতের অন্ধকারে প/রকী;য়া ধরা পড়ে গেল যুগল কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র দাদাকে খু;/নের ঘটনায় খুড়তুতো ভাই ও বোন গ্রেপ্তার প্রকাশ্যে বৌদিকে খু/ন করলো দেওর! মা'নসিক নির্যাতনের কারণে আ/ত্মঘা/তী বলে অভিযোগ খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা সেতু সাত বছর পর বাড়ি ফিরলো নবম শ্রেণীর ছাত্র গাড়ি থেকে চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শু'টআউ'টের ঘটনা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা মুরগি নিয়ে ঝাঁপ দিতেই কুয়োতে পড়ে গেল চিতাবাঘ জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ! হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার সম্পর্কের টা'নাপোড়েনের জেরেই কি তরুণীকে খুন !
ad728

সুন্দরবনের যুবক পেলেন 'রিয়েল হিরো অ্যাওয়ার্ড'

  • প্রকাশিত : Aug 23, 2025
ছবির ক্যাপশন:

পদ্মশ্রী ক্রিকেটার হরভজন সিং এর হাত থেকে 'রিয়েল হিরো অ্যাওয়ার্ড' পেলেন সুন্দরবনের যুবক প্রসেনজিৎ মন্ডল।

সুন্দরবনের নদীবেষ্টিত প্রত্যন্ত এলাকার মধ্যে অন্যতম ব্লক গোসাবা। সেখানকার বাসিন্দার প্রসেনজিৎ মন্ডল। সারা বছর সুন্দরবনের পিছিয়ে পড়া জনজাতির আর্থসামাজিক উন্নতি সাধনে তাদের সংগঠন সুন্দরবন ফাউন্ডেশনের মাধ্যমে  বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে যাচ্ছেন। মায়েদের চরকায় সুতো কাঁটা থেকে শুরু করে বাড়িতে দশ বেডের দাতব্য চিকিৎসালায়। শতাধিক বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করানো। এছাড়া আইলা, আমফান, বুলবুল, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে সম্বলহারা মানুষদেরকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের কষ্টার্জিত অর্থে নিরাশ্রয় মানুদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রসেনজিৎ মন্ডল। 

 সুন্দরবনের মায়েদের দিয়ে প্রায় পাঁচ লক্ষ ম্যানগ্রোভ চারা লাগিয়েছেন নদীর চরে। যাতে নদীর বাঁধ রক্ষা করা এবং প্রাকৃতিক দুর্যোগকে আটকানো যায়। দীর্ঘদিন ধরে এমন জনসেবামূলক কাজের জন্য মুম্বাইতে রিয়েল হিরো অ্যাওয়ার্ড পেয়েছিলেন সোনু সুদের হাত থেকে। দিল্লির কনস্টিটিউশন হল থেকেও 

অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবার এপেক্স বায়োস্কোপের ( Apex Bioscope ) উদ্যোগে মুম্বাইয়ে পাঁচতারা হোটেলে আরম্ভর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 'রিয়েল হিরো অ্যাওয়ার্ড' তার হাতে তুলে দিলেন বিখ্যাত ক্রিকেটার হরভজন সিং। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়  সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300