| বঙ্গাব্দ |
শিরোনাম :
শিলিগুড়ি শহরে দাদাগিরির অভিযোগে গ্রেপ্তার রাস্তা খুলতেই পাহাড়ে গাড়ির লাইন বন্ধুদের সঙ্গে নদীতে স্নানে গিয়ে মৃত্যু টিফিন বক্সে ব্রাউন সুগার খেতে খেতে--- পুরি-সবজিতে টিকটিকি! টোটোর ব্যাটারি চুরি করে ধরা পড়ল ফিল্মি কায়দায় চলন্ত গাড়ি থেকে জিনিসপত্র চুরি জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব শিলিগুড়ি ইসকন মন্দিরে বাসের ধাক্কায় মৃত্যুর ক্ষোভে পথ অবরোধ শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা স্কুলে পতাকা তুলে প্রাণ গেল শিক্ষকের পুলিশ খুঁজে বেড়াচ্ছে এক যুবককে স্বাধীনতা দিবসে কোটিপতি চা শ্রমিক! ভয়াবহ দুর্ঘটনার কবলে পুন্যার্থী বোঝাই বাস ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এবং বিজিবির শুভেচ্ছা বিনিময় ফাঁকা জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল পদাতিক এক্সপ্রেস গোটা একটা ভুয়ো থানা চলছিল! শিলিগুড়ির কাছে খাবার প্লেটে মিলল কেঁচো ৬ ঘন্টার মধ্যেই ছিনতাইকারীকে ধরা হল গ্রামে ঢোকে না কোন গাড়ি, দিদিকে বলেও লাভ হয়নি, এমনই বলেন বাসিন্দারা।
ad728

খেতে খেতে--- পুরি-সবজিতে টিকটিকি!

  • প্রকাশিত : Aug 17, 2025
ছবির ক্যাপশন:

মিষ্টির দোকান থেকে সকাল বেলা কয়েকজন যুবক কিনে নিয়ে গিয়েছিলেন পুরি-সবজি। কাবলি চানার ওই সবজি দিয়ে পুরি খাবেন বলে নিয়ে যান তারা। কিন্তু কয়েক ঘন্টা পর এসে দোকানদারকে জানান ওই সবজির মধ্যে রয়েছে মরা টিকটিকি। রীতিমতো টিকটিকিটি সিদ্ধ হয়ে গিয়েছে। ঘটনাটি শিলিগুড়ি শহরতলির রাজগঞ্জের আমবাড়ি এলাকার এক নামকরা মিষ্টির দোকানে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। একই সঙ্গে যে যুবকেরা এই সবজি খেয়েছে তারাও বিষক্রিয়ার আশঙ্কা করছেন বলে জানান। দোকানদারকে ওই টিকটিকি সহ সবজি ফেরত দিতে এসে যুবকেরা ক্ষোভ জানান। একইসঙ্গে তাদের অভিযোগ তারা অনেকটা খাওয়ার পরে দেখতে পান পুরির মধ্যে মরা টিকটিকিটি রয়েছে। জানা গিয়েছে সকাল আটটা নাগাদ কয়েকজন যুবক এই দোকান থেকে এই পুরি-সবজি কিনে নিয়ে যান। তারা আসেন বেলা পৌনে বারোটা নাগাদ ওইগুলো ফেরত দিতে। তারা বলেন, এর আগেও অনেকবার খেয়েছেন। কিন্তু কখনো এমনটা দেখেননি। সবজির মধ্যে গোটা একটি মরা টিকটিকি। যদিও এই ঘটনা নিয়ে ওই দোকানদার কার্তিক সরকার বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এখানে ব্যবসা করছি। কখনো কোন ধরনের অভিযোগ ওঠেনি। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দোকান চালানো হয়। এদিন খাবার যখন প্যাকেট করে দেওয়া হয়েছিল তখন কিন্তু খাবারের মধ্যে টিকটিকি লক্ষ্য করা যায়নি। আমার মনে হচ্ছে চক্রান্ত থাকলেও থাকতে পারে। আমার দোকান খুব ভালো চলে বলে কেউ পরিকল্পিতভাবে এটা করতে পারে। যদিও ওই যুবকেরা বলেন, টিকটিকির ঘটনাটি দোকানদারের ইচ্ছাকৃত না হলেও দোকানের দেয়াল থেকে বা অন্য কোনভাবে খাবার মধ্যে পড়ে যেতে পারে। এখন আমর ভয় পাচ্ছি এই মরা টিকটিকির খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে না পড়ি। এদিন এই ঘটনার ঘিরে রাজগঞ্জের আমবাড়ি এলাকায় ওই দোকানে স্থানীয়দের ভিড় জমে। যদিও বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান ঘটনাটি ইচ্ছাকৃত না হলেও অনিচ্ছাকৃত হতে পারে। তবে এতদিন থেকে আমরা এখানে খাবার খাচ্ছি কোনরকম সমস্যা বা অন্য কিছু দেখেনি। দোকানে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষেত্রে তদন্ত শুরুর দাবিও উঠছে।

 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300