সোমবার সকাল
১০ টা থেকে অনুশীলা তালুকদার নিখোঁজ ছিল। বিকেলে অনুশীলার জুতা উদ্ধার হয় অরবিন্দ
নগর ডিমা নদীর পাড় থেকে। তখন থেকেই যুবতীর সন্ধান চলছিল। অবশেষে বুধবার তার নিথর
দেহ উদ্ধার হয় পূর্ব খোল্টার কালজানি নদীতে তার
দেহ ভাসতে দেখেন বাসিন্দারা
। এরপরই পুলিশকে# খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। অনুশীলার বাবা শনাক্ত করেন মেয়ের
মৃ/তদেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আলিপুরদুয়ার অরবিন্দ নগরে বাড়ি
যুবতীর। পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করেছে।