| বঙ্গাব্দ |
শিরোনাম :
রাস্তা খুলতেই পাহাড়ে গাড়ির লাইন বন্ধুদের সঙ্গে নদীতে স্নানে গিয়ে মৃত্যু টিফিন বক্সে ব্রাউন সুগার খেতে খেতে--- পুরি-সবজিতে টিকটিকি! টোটোর ব্যাটারি চুরি করে ধরা পড়ল ফিল্মি কায়দায় চলন্ত গাড়ি থেকে জিনিসপত্র চুরি জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব শিলিগুড়ি ইসকন মন্দিরে বাসের ধাক্কায় মৃত্যুর ক্ষোভে পথ অবরোধ শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা স্কুলে পতাকা তুলে প্রাণ গেল শিক্ষকের পুলিশ খুঁজে বেড়াচ্ছে এক যুবককে স্বাধীনতা দিবসে কোটিপতি চা শ্রমিক! ভয়াবহ দুর্ঘটনার কবলে পুন্যার্থী বোঝাই বাস ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এবং বিজিবির শুভেচ্ছা বিনিময় ফাঁকা জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল পদাতিক এক্সপ্রেস গোটা একটা ভুয়ো থানা চলছিল! শিলিগুড়ির কাছে খাবার প্লেটে মিলল কেঁচো ৬ ঘন্টার মধ্যেই ছিনতাইকারীকে ধরা হল গ্রামে ঢোকে না কোন গাড়ি, দিদিকে বলেও লাভ হয়নি, এমনই বলেন বাসিন্দারা। শিলিগুড়িতে ধরা পড়ল প্রমিক রায়
ad728

শিলিগুড়ির কাছে খাবার প্লেটে মিলল কেঁচো

  • প্রকাশিত : Aug 10, 2025
ছবির ক্যাপশন:

পাহাড়ের কোলে সময় কাটাতে গিয়েছিলেন কয়েকজন বন্ধু। সে সময় খাওয়ার টেবিলে অর্ডার অনুযায়ী হাজির হয়েছিল ওয়াই ওয়াই নুডুলস । নানা রকম শাকসবজি দিয়ে ভেজে সেই নুডুলস বানিয়ে দিয়েছিল রেস্তোরাঁর কর্মীরা। কিন্তু খাওয়ার শেষ মুহূর্তে দেখেন প্লেটের মধ্যে বড় আকারের একটি কেঁচো।
 সঙ্গে সঙ্গে ওই রেস্তোরাঁর কর্মীদেরকে ডেকে বিষয়টি দেখানো হয়। কেঁচো কি করে এলো জানান ওই যুবকেরা। প্রথমদিকে রেস্তোরাঁয় কর্মীরা স্বীকার না করলেও পরে স্বীকার করে এবং জানায় সম্ভবত শাক সবজির সঙ্গে বিশেষ করে বাঁধাকপির সঙ্গে হয়তো কেঁচো ভাজা হয়ে গিয়েছে।
শেষে বমি করে সেই খাবার বের করা উপক্রম।
 ঘটনাটি শিলিগুড়ির কাছে অদূরে রোহিনী টোল প্লাজার কাছাকাছি ডানদিকে একটি রিসোর্টে।
 অনেকে সেখানে যান।
 এদিন যেই যুবক গিয়েছিলেন তারা বলেন, বিষয়টি চেপে ধরার পর  ওই রেস্তোরাঁর কর্মীরা স্বীকার করে নিয়ে অন্যান্য খাবারের থেকে এই নুডুলসের দামটি বাদ দিয়েছে।
 কিন্তু এটা তো কথা নয়,
 প্রশ্ন হল এত দাম দিয়ে খাবার কেনার পরও কেন ঠিকমতো দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়নি। সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এবং আশেপাশের অনেককেই। যাতে মানুষকে ভালো খাবার পরিবেশন করে এবং স্বাস্থ্যসম্মত ভাবে পরিবর্তন করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300