পাহাড়ের কোলে সময় কাটাতে গিয়েছিলেন কয়েকজন বন্ধু। সে সময় খাওয়ার টেবিলে অর্ডার অনুযায়ী হাজির হয়েছিল ওয়াই ওয়াই নুডুলস । নানা রকম শাকসবজি দিয়ে ভেজে সেই নুডুলস বানিয়ে দিয়েছিল রেস্তোরাঁর কর্মীরা। কিন্তু খাওয়ার শেষ মুহূর্তে দেখেন প্লেটের মধ্যে বড় আকারের একটি কেঁচো।
সঙ্গে সঙ্গে ওই রেস্তোরাঁর কর্মীদেরকে ডেকে বিষয়টি দেখানো হয়। কেঁচো কি করে এলো জানান ওই যুবকেরা। প্রথমদিকে রেস্তোরাঁয় কর্মীরা স্বীকার না করলেও পরে স্বীকার করে এবং জানায় সম্ভবত শাক সবজির সঙ্গে বিশেষ করে বাঁধাকপির সঙ্গে হয়তো কেঁচো ভাজা হয়ে গিয়েছে।
শেষে বমি করে সেই খাবার বের করা উপক্রম।
ঘটনাটি শিলিগুড়ির কাছে অদূরে রোহিনী টোল প্লাজার কাছাকাছি ডানদিকে একটি রিসোর্টে।
অনেকে সেখানে যান।
এদিন যেই যুবক গিয়েছিলেন তারা বলেন, বিষয়টি চেপে ধরার পর ওই রেস্তোরাঁর কর্মীরা স্বীকার করে নিয়ে অন্যান্য খাবারের থেকে এই নুডুলসের দামটি বাদ দিয়েছে।
কিন্তু এটা তো কথা নয়,
প্রশ্ন হল এত দাম দিয়ে খাবার কেনার পরও কেন ঠিকমতো দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়নি। সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এবং আশেপাশের অনেককেই। যাতে মানুষকে ভালো খাবার পরিবেশন করে এবং স্বাস্থ্যসম্মত ভাবে পরিবর্তন করা হয়।
এ জাতীয় আরো খবর..