হেডলাইন নিউজ শিলিগুড়ি :
পেটের টানে মুম্বাইয়ের কাজে গিয়েছিল। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। এরপর মুম্বাই থেকে অসুস্থ অবস্থায় ট্রেনে করে বাড়ি ফিরছিল। কিন্তু মুম্বাই-হাওড়া মেল এক্সপ্রেসে আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হল না মালদহের, মোথাবাড়ি এলাকার ধরমপুর ত্রিমোহনী এর বাসিন্দা, রমজান সেবজির। সোমবার ট্রেনের মধ্যে শরীর অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় বাড়ির লোকজনদের ফোন করে হাওড়া পর্যন্ত আসতে বলেন। দুই ছোট্ট ছোট্ট মেয়েদের নিয়ে আসতে তাকে দেখার জন্য। কিন্তু ভাগ্যের কি পরিহাস, দেখা হলো না আর পরিবারের লোকেদের সঙ্গে। মঙ্গলবার সকালে ট্রেনে মৃত্যু হয় সেই পরিযায়ী শ্রমিকের।।
মঙ্গলবার পরিবারের
লোকজনেরা খড়গপুর স্টেশনে পৌঁছালে ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ খড়গপুর স্টেশন এর
জিআরপি ও স্টেশন মাস্টারের কাছ থেকে উপযুক্ত নথিপত্র দেখিয়ে তাদের পরিবারের হাতে তুলে
দেওয়া হয়। মঙ্গলবার রাতে রমজান সেবজির কফিন বন্দী দেহ গ্রামের বাড়িতে ফিরেছে। ছোট্ট
দুই কন্যা সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রমজান সেবজির সহধর্মিনী হাসিনা খাতুন।