হেডলাইন নিউজ শিলিগুড়ি :
শিলিগুড়ি শহরের
অলিগলি ঘুরে বেড়ান হাতে একটি ছাপানো কাগজ নিয়ে। তাতে রয়েছে কয়টি লাইন লেখা এবং
কোন এক সমস্যার কথা। সেই সমস্যা দেখিয়ে বিভিন্ন জনের কাছে গিয়ে চাঁদা দাবি করছেন
মহিলারা। নানা কৌশলে চাঁদা তুলছেন। রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে এরা এসেছেন এখানে।
এই মহিলা নাম বলছেন রিনা রাও এর বেশি কিছু বলতে চাননি। অনেকে প্রশ্ন তুলছেন এভাবে চাঁদা
তোলা নিয়ে।