মেরামতের জন্য ৪ মাস বন্ধ ছিল জলপাইগুড়ি জেলার গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু। রবিবার থেকে চালু হলো যানবাহন চলাচল।
গত ২৭ এপ্রিল থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সেতু মেরামত শুরু হয়েছিল। মেরামতের জন্য ১ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। মেরামতের জন্য সেতুটি পাঁচ মাস বন্ধ থাকার কথা ছিল। তবে চার মাসের মধ্যেই কাজ সমাপ্ত করে বরাত পাওয়া এজেন্সি। সেতু মেরামত এবং কিছু সংস্কারের কাজ করা হয়। দুর্গা পুজোর আগেই সেতু খুলে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল জেলা প্রশাসন। সেইমতো আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হল। তবে সেতু দিয়ে ২৫ টনের বেশি কোন যানবাহন চলাচল করতে পারবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনীকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ রাজগঞ্জ ও মালবাজারের ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা।
এ জাতীয় আরো খবর..