বর্তমান দিনে
কুকুর ও বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা অনেক বেড়ে গেছে। তাদের নিষ্পাপ চোখ ও মায়াময়
আচরণ সহজেই মানুষের মন জয় করে। ফলে এখন অনেকেই কুকুর-বিড়ালকে বাড়ির সদস্যর মতো করে
রাখছেন। তবে অনেক সময় দেখা যায়, কুকুর আচমকা ঘেউ ঘেউ করে ওঠে— এমনকি চেনা মানুষদের
দেখেও।