হেডলাইন নিউজ শিলিগুড়ি :
নৌকা ঘাটে মহানন্দা
নদীর সেতু থেকে উত্তর দিকে তাকালেই তিনটি নদীর মিলনস্থলকে দেখা যায়। বায়ে থেকে এসেছে
বালাসন। ডান দিক থেকে এসেছে মহানন্দা। আর কিছুটা দূরে রামঘাটে মহানন্দায় মিসেছে পঞ্চনই
নদী। এতে এই ৩ টি নদী মিলিত হয়েছে নৌকা ঘাট এলাকায়। এরপর মহানন্দা নদীর সঙ্গে মিশে
বেরিয়ে যাচ্ছে। এভাবেই তিনটি নদীর সঙ্গমস্থলে বৃহস্পতিবার সকালে দেখা গেল কুয়াশার
চাদরে মুড়ে রয়েছে গোটা এলাকা। যেন কোন শীতকালে পৌঁছে গিয়েছি।