| বঙ্গাব্দ |
শিরোনাম :
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর! বিএসএফের কিশোরী মেয়ে আ;ত্ম'ঘা/তী বাংলাদেশ থেকে জালনোট এনে ভারতে পাচারের চেষ্টা স্ত্রীকে খুন করে ফেরার স্বামী! রাতের অন্ধকারে প/রকী;য়া ধরা পড়ে গেল যুগল কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র দাদাকে খু;/নের ঘটনায় খুড়তুতো ভাই ও বোন গ্রেপ্তার প্রকাশ্যে বৌদিকে খু/ন করলো দেওর! মা'নসিক নির্যাতনের কারণে আ/ত্মঘা/তী বলে অভিযোগ খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা সেতু সাত বছর পর বাড়ি ফিরলো নবম শ্রেণীর ছাত্র গাড়ি থেকে চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শু'টআউ'টের ঘটনা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা মুরগি নিয়ে ঝাঁপ দিতেই কুয়োতে পড়ে গেল চিতাবাঘ জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ! হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার সম্পর্কের টা'নাপোড়েনের জেরেই কি তরুণীকে খুন !
ad728

মাথায় গুলি করে নিজেকে শেষ করলেন ব্যবসায়ী

  • প্রকাশিত : Aug 19, 2025
ছবির ক্যাপশন:

শিলিগুড়িতে নিজের বাড়িতে বিছানায় শুয়ে মাথায় গুলি করে আত্মঘাতী এক অল্প বয়সী ব্যবসায়ী। এতে বিকট শব্দে কেঁপে উঠল বহুতল অ্যাপার্টমেন্ট। চাঞ্চল্য বহুতল আবাসনে এবং শহরের ব্যবসায়ী মহলে। 
নিজেই নিজেকে শেষ করে দিল ওই ব্যাবসায়ী। 
কিন্তু কেন? এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। এমন কি এমন ঘটে গেল যে নিজেকে একেবারে শেষ করে দেওয়ার পথে হাঁটতে হল? তদন্তে ভক্তিনগর থানার পুলিশ।
আত্মঘাতী ওই ব্যবসায়ীর নাম প্রতীক আগরওয়াল। শিলিগুড়ির সেবক রোডে তার একটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের আপার ভানুনগর এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্টে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই অ্যাপার্টমেন্টেই বসবাস করত মৃত যুবক এবং তার পরিবার। বেশ স্বচ্ছল পরিবার তার। পাশাপাশি নিজেও খুব অল্প বয়সেই বড় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাচ্ছিল।তার ব্যবসাও চলছিল রমরমা। তবে এর মাঝেই এমন কি ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনায় ধন্দে রয়েছে। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে গুলির বিকট শব্দ শুনে প্রথমে ওই আবাসনের মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারপর খোঁজখবর নিতেই সামনে আসে এই ঘটনা। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। 
সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পর মৃতদেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য।গোটা বিষয়টি খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি যে পিস্তল দিয়ে ওই ব্যবসায়ী নিজের প্রাণ বিসর্জন দিলেন তা লাইসেন্স প্রাপ্ত ছিল নাকি ছিল না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই বহুতল অ্যাপার্টমেন্টে এবং ব্যবসায়ী মহলে। তবে কি কারণে ওই ব্যবসায়ী আত্মহত্যা করল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ওই আবাসনে ঢুকতে দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে। মুখ খোলেননি তার পরিবারের লোকজন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300