| বঙ্গাব্দ |
শিরোনাম :
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর! বিএসএফের কিশোরী মেয়ে আ;ত্ম'ঘা/তী বাংলাদেশ থেকে জালনোট এনে ভারতে পাচারের চেষ্টা স্ত্রীকে খুন করে ফেরার স্বামী! রাতের অন্ধকারে প/রকী;য়া ধরা পড়ে গেল যুগল কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র দাদাকে খু;/নের ঘটনায় খুড়তুতো ভাই ও বোন গ্রেপ্তার প্রকাশ্যে বৌদিকে খু/ন করলো দেওর! মা'নসিক নির্যাতনের কারণে আ/ত্মঘা/তী বলে অভিযোগ খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা সেতু সাত বছর পর বাড়ি ফিরলো নবম শ্রেণীর ছাত্র গাড়ি থেকে চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শু'টআউ'টের ঘটনা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা মুরগি নিয়ে ঝাঁপ দিতেই কুয়োতে পড়ে গেল চিতাবাঘ জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ! হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার সম্পর্কের টা'নাপোড়েনের জেরেই কি তরুণীকে খুন !
ad728

ফিল্মি কায়দায় চলন্ত গাড়ি থেকে জিনিসপত্র চুরি

  • প্রকাশিত : Aug 16, 2025
ছবির ক্যাপশন:

চলন্ত গাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল বহু দামি পণ্য সামগ্রী। দিনের বেলাতেই রাস্তা থেকে এই পণ্য হাফিস করছিল একটি চক্র। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত রাস্তায় গাড়ি কিছুটা ধীর গতিতে চলছে কিংবা যেখানে রাস্তাতে স্পিড ব্রেকার রয়েছে সেখানে আগে থেকেই অপেক্ষা করতো চক্রের সদস্যরা। সেই পথে পন্য বোঝাই গাড়ি গেলে অতী কৌশলে নামিয়ে ফেলা হত সেই গাড়ি থেকে জিনিসপত্রের প্যাকেট। এভাবে বেশ কয়েকটি অভিযোগ জমা হতেই অবশেষে ধরা পরল দুই দুস্কৃতী। একাধিক সিসিটিভি ফুটেছে দেখা গেছে সিনেমায় কায়দায় চুরির দৃশ্য। গাড়ির পিছু নিয়ে সেখান থেকে জিনিসপত্রের ব্যাগ নিয়ে চম্পট দিত চোর। এবার অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমে পুলিশের হাতে ধরা পরল চোরেরা। 
চলতি মাসের ৭ তারিখের একটি ঘটনা। জানা গিয়েছে, তাম্বাকু সহ আরও বেশ কিছু সামগ্রী নিয়ে বিভিন্ন দোকানে ডেলিভারী দিতে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। শিলিগুড়ির প্রধান নগর এলাকা দিয়ে জিনিসপত্র গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই গাড়িরও পিছু নিয়েছিল দুই যুবক। স্কুটি নিয়ে অপেক্ষা করছিল তা ঘ্রুণাক্ষরেও টের পায়নি পিকআপ ভ্যান চালক। আর স্পিড ব্রেকারের সামনে গিয়ে পিকআপ ভ্যান চালক গাড়ি স্লো করতেই, ফায়দা লুফে নেয় চোরেরা। গাড়ি স্লো হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আস্তে করে সেখান থেকে একটি কার্টুন তুলে নিয়ে চম্পট দেয় চোরেরা। প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে এবং তাদের খোঁজ শুরু করে।
অবশেষে অভিযুক্ত দুই যুবক মহম্মদ নুরজামাল ও হারাধন ঘোষকে গ্রেপ্তার করে। তারা দু’জনেই শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জেরা করে পুলিশ জানতে পারে, চুরি করা জিনিস তারা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা মান্নাকে বিক্রি করেছে। এরপরে পুলিশ তাকেও মাননাকেও গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300