মালদা - নালাগোলা রাজ্য সড়কে দু'র্ঘটনায় মৃ/ত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে দু'র্ঘটনাটি ঘটে হবিবপুর থানার কেন্দপুকুর সংলগ্ন মুড়ির মিল এলাকায়। মৃত ব্যক্তির নাম সন্তোষ রায় (৩৮)। তার বাড়ি হবিবপুর থানার জগজীবনপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকুয়াহাটের দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি বাস কেন্দপুকুর এলাকায় ওই ব্যক্তিকে ধা'ক্কা মারে। লোকটি পড়ে গিয়েও উঠে পালানোর চেষ্টা করেন, কিন্তু বাসটি ফের ওই ব্যক্তিকে ধা'ক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়। বাসটি সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকার ক্ষুদ্ধ বাসিন্দারা পথ অবরোধ করেন। বাসটি দ্রুত গতিতে থাকার কারণেই এই দু'র্ঘটনা হয়েছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর হবিপুর থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পুলিশ এরপর দে'হটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাসটির খোঁজ শুরু করেছে পুলিশ
এ জাতীয় আরো খবর..