দুইদিন নিখোঁজের পর যুবকের র'হস্যজনক মৃ'তদে'হ উদ্ধার
ছবির ক্যাপশন:
দুইদিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার হল যুবকের র'হস্যজ'নক মৃ/তদে'হ। যুবককে খু/ন করা হয়েছে বলে স্থানীয়দের অনুমান। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার চানোক এলাকার ঘটনা। চানোক জঙ্গল থেকে তার দে/হ উদ্ধার হয়। যুবকের নাম বরুন মন্ডল ( ৩৬ )। তার বাড়ি চানোক এলাকাতেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ আগস্ট থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে নবগ্রাম থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। দুইদিন পর সেই যুবকর দে/হ উদ্ধার হল জঙ্গল থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কমেন্ট বক্স
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..