ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় ব্যাংকে ডাকাতি।
মঙ্গলবার সন্ধ্যাবেলায় নদীয়ার চাকদহের লালপুরে চাকদহ-বনগাঁ রোডে জনবহুল এলাকায় অবস্থিত একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দুজন মুখোশধারী দুষ্কৃতী ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকে ঢুকেই সদর দরজার শাটার নামিয়ে দেয়। সেসময় ব্যাংকে চারজন কর্মী ছিলেন। তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকের ভিতরে থাকা সমস্ত সোনার গয়না দুটি ব্যাগে ভরে নিয়ে চম্পট দেয়। ওই বেসরকারি ব্যাংকটি মূলত সোনা বন্ধক রাখার ভিত্তিতে ঋণ প্রদান করে থাকে। দুষ্কৃতীরা পালানোর আগে বাইরে থেকে শাটার নামিয়ে দেয়। ফলে ব্যাংকের কর্মীরা সঙ্গে সঙ্গে বাইরে যোগাযোগ করতে পারেননি। কিছু সময়ের জন্য ভিতরেই আটকে পড়েন তাঁরা। পরবর্তীতে ডাকাতির ঘটনার খবর পেয়ে চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনীঘটনা স্থলে পৌঁছে কর্মীদের উদ্ধার করে।
পরে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিষ কুমার মৌর্য ঘটনাস্থলে পৌঁছান। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কত মূল্যের সোনা খোয়া গিয়েছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ দুষ্কৃতীদের শনাক্ত করতে স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।