রাতের বেলা অভিযান পুলিশের। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর অভিযানে নেমে কাফ সিরাপ সহ গ্রেপ্তার করা হল দুইজনকে জনকে।
রাতে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, পিসি মিত্তাল বাস টার্মিনাসে কাফ সিরাপের হাত বদল হতে চলেছে।
গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। অভিযানে মিলে যায় সাফল্য, বাস টার্মিনাসের ভেতরে সন্দেহজনক দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর কাফ সিরাপ। ধৃতদের মধ্যে বাপি রায়ের বাড়ি কিশান্গঞ্জ এবং সাওয়ান শাহের বাড়ি শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরে।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের কিশান্গঞ্জ এর বাপি রায়, শিলিগুড়ির সন্তোষীনগরের শাওন শাহের কাছ থেকে এই কাফ সিরাপ কিনতে এসেছিল। ধৃত শাওন এই কাপ সিরাপ কোথা থেকে সংগ্রহ করেছিল তার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ। অপরদিকে ধৃত দুজনকেই শনিবার তোলা হয় জলপাইগুড়ি আদালতে।
এই অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..