শিলিগুড়িতে মহিলার সোনার চেইন ছি'নতাইয়ের অভিযোগে এক যুবক গ্রেপ্তার। বাজেয়াপ্ত করা হয় ছি'নতাইয়ের কাজে ব্যবহৃত বাইক।
জানা গিয়েছে, গত ২৮ জুলাই চম্পাসারির এক মহিলা তার মেয়েকে স্কুল বাসে তোলার জন্য বাসস্টপে গিয়েছিলেন। সেই সময় দুই যুবক বাইক নিয়ে এসে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। অভিযোগ দায়েরের পর প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং তদন্ত শুরু করে। প্রথমেই একটি সিসিটিভি ফুটেজে বাইকটি শনাক্ত করা হয়। সেই সূত্রে ছি'নতাইকারী এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ রায়, তার বাড়ি রাজগঞ্জের ফাঁটাপুকুরে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।
এ জাতীয় আরো খবর..