জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ঘাঠিয়া নদী থেকে এক যুবকের দে/হ উদ্ধার। যুবকের নাম রিমিজ ওরাও ( ৩৫ )। তার বাড়ি ঘাঠিয়া চাবাগানের কেশর লাইনে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, ওই যুবককে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ঘাঠিয়া নদীর মাঝখানে পাথরের মধ্যে তার দে/হ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে দে'হটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। কি কারণে ওই যুবকের মৃ/ত্যু হল তা জানার চেষ্টা করছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..