| বঙ্গাব্দ |
শিরোনাম :
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর! বিএসএফের কিশোরী মেয়ে আ;ত্ম'ঘা/তী বাংলাদেশ থেকে জালনোট এনে ভারতে পাচারের চেষ্টা স্ত্রীকে খুন করে ফেরার স্বামী! রাতের অন্ধকারে প/রকী;য়া ধরা পড়ে গেল যুগল কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র দাদাকে খু;/নের ঘটনায় খুড়তুতো ভাই ও বোন গ্রেপ্তার প্রকাশ্যে বৌদিকে খু/ন করলো দেওর! মা'নসিক নির্যাতনের কারণে আ/ত্মঘা/তী বলে অভিযোগ খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা সেতু সাত বছর পর বাড়ি ফিরলো নবম শ্রেণীর ছাত্র গাড়ি থেকে চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শু'টআউ'টের ঘটনা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা মুরগি নিয়ে ঝাঁপ দিতেই কুয়োতে পড়ে গেল চিতাবাঘ জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ! হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার সম্পর্কের টা'নাপোড়েনের জেরেই কি তরুণীকে খুন !
ad728

রাশিয়ায় এবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

  • প্রকাশিত : Aug 7, 2025
ছবির ক্যাপশন:

ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে আসছে জ্বলন্ত লাভা।

বুধবার (৩০ জুলাই) প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত শুরু হয়।—খবর দ্য ইনডিপেনডেন্টের।

রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস টেলিগ্রামে জানায়, আগ্নেয়গিরির পশ্চিম ঢাল দিয়ে লাভা নেমে আসছে। আগ্নেয়গিরির শীর্ষে দেখা গেছে তীব্র আলোর ঝলক এবং বিস্ফোরণ।

ইনডিপেনডেন্ট জানিয়েছে, আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ক্ল্যুচি নামের একটি ছোট শহরের কাছে অবস্থানের কারণে এর নাম রাখা হয়েছে ক্ল্যুচেভস্কয়।

এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। এর উচ্চতা প্রায় ৪ হাজার ৮৩৫ মিটার (১৫ হাজার ৮৩৩ ফুট)। আগ্নেয়গিরিটি প্রায় সাত হাজার বছর আগে গঠিত হয় এবং এখনো নিয়মিত অগ্ন্যুৎপাত করে। এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূকম্পনপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত।

সুনামির আঘাতে বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

ইতিহাস বলছে, ২০১৩ ও ২০২০ সালে ক্ল্যুচেভস্কয়ের দুটি অগ্ন্যুৎপাত বিশ্ব গণমাধ্যমে আলোচিত হয়েছিল। ওই সময় আগ্নেয়গিরিটি কয়েক কিলোমিটার উচ্চতায় ছাইয়ের স্তম্ভ নিক্ষেপ করে, যা বিমান চলাচলেও বিঘ্ন ঘটায়।

এটি গঠিত হয়েছে বহু বছর ধরে জমে থাকা লাভা, ছাই এবং অন্যান্য আগ্নেয় উপাদান দিয়ে। আগ্নেয়গিরিটি রুশ ভূতত্ত্ববিদ ও অভিযাত্রীদের কাছে দীর্ঘদিন ধরেই গবেষণার বিষয়। তবে এটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় এর আশপাশে জনবসতি খুবই সীমিত। রুশ বিজ্ঞানীরা আগ্নেয়গিরির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন, যাতে আগাম সতর্কতা দেওয়া সম্ভব হয়।

আজকের ভূমিকম্পে কামচাটকা অঞ্চলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষ আহত হয়েছে, তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে সুনামি আঘাত হানার আগেই উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300