একাধিক আধার কার্ড সহ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার শিলিগুড়িতে। সোমবার রাতে শিলিগুড়ি মহকুমার ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কি থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসএসবি। প্রায় তিন বছর থেকে পানিটাঙ্কি এলাকায় অর্ঘ্য বর্মন নামে বসবাস করছেন বলে এসএসবি ( SSB )জানতে পেরেছে। ওই নামে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ডও পাওয়া গিয়েছে। কিন্তু বাংলাদেশে তার নাম অরুণ কান্তি রায়। তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা। কার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশের জাতীয় নাগরিক পরিচয়পত্র এবং সিম সহ ১৪ টি মোবাইল। এছাড়া আলাদা তিনজনের নামে আধার কার্ড ও ভোটার কার্ড সহ কিছু নথি উদ্ধার হয়েছে।
ভবেশ বর্মন নামে এক ব্যক্তি তাকে ভারতে আশ্রয় দিয়েছিল বলেই জিজ্ঞাসাবাদে জানায় ধৃত।
তবে ভারতীয় বাসিন্দা ভবেশ বর্মন বর্তমানে বাংলাদেশে থাকে বলেই জিজ্ঞাসাবাদে এসএসবি কে জানিয়েছে। এসএসবি ওই ভবেশ বর্মনের সমস্ত নথি দেখে তার খোঁজখবর শুরু করেছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে খড়িবাড়ি থানার পুলিশ ( Police )।
এ জাতীয় আরো খবর..