প্রেমিকার অন্যত্র বিয়ে। এই ঘটনায় আত্মঘাতী হয় প্রেমিক। শিলিগুড়ি ফুলেশ্বেরি এলাকার সুরজিৎ দাসের মৃত্যুর জন্য দায়ী করা হয় ঝংকার মোড়ের বাসিন্দা প্রেমিকা প্রিয়সি সরকারকে। গত ৯ আগস্ট ফোনে কথা হয় এবং প্রেমকে প্রত্যাখ্যান করে অন্যত্র বিয়ের কথা জানায় প্রেমিকা। এই ঘটনা মানতে না পেরে গত ১২ আগস্ট আত্মঘাতী হয় প্রেমিক সুরজিৎ। শেষে পরিবারের লোকেরা সুরজিতের মৃতদেহ ঝংকার মোড়ে ওই প্রেমিকার বাড়ির সামনে এনে বিক্ষোভ দেখান এবং দাবি করেন এ ঘটনায় প্রেমিকা দায়ী। পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই শেষে শিলিগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে প্রিয়সি সরকার নামে ওই তরুণীকে। তদন্ত চলছে।
এ জাতীয় আরো খবর..