হেডলাইন নিউজ শিলিগুড়ি
:
ব্যবসায়ীকে জাল নোট ভাঙ্গাতে দিয়েছিলেন যুবক। কিন্তু ব্যবসায়ী নোটটি জাল
বুঝতে পেরে খুচরো দিতে রাজি হয়নি। আর এতেই ওই যুবক ব্যবসায়ীকে ছু'রি দিয়ে আ'ঘাত
করে। বৃহস্পতিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের হায়দারপাড়ার ঘুগনি মোড় এলাকায়।
ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরিস্থিতি উ'ত্তপ্ত হয়ে
ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। জ'খম ব্যবসায়ী
প্রিয়াংশু পালকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক নীরজ ছেত্রী ঠাকুরকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।
এ জাতীয় আরো খবর..