রাতেই ছিল নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। সকাল হতেই হয়েগেল কোটিপতি। স্বাধীনতা দিবসের সকালে ঘুম ভাঙতেই মাল ব্লকের তারঘেরা চা বাগানের চা শ্রমিক দম্পতি অশোক ওড়াও ও কবিতা ওড়াও জানতে পারলেন তারা কোটিপতি।
চা বাগানে কাজ করেন। তাই অভাব-অনটনের মাঝে দিন কাটানো এই গরিব পরিবারটির।
জানাগেছে, ৬০ টাকার একটি লটারি টিকিট কিনেছিলেন। আর তাতেই রাতারাতি হয়ে গেল কোটিপতি। ভাগ্যের এমন খেলায় হতবাক পরিবারটির পাশাপাশি আনন্দে মাতোয়ারা এখন গোটা গ্রাম।
এই চা শ্রমিক দম্পতি জানান, আগের দিন বিকেলে বাড়ির পাশের একটি ছোট দোকান থেকে প্রথমবার একটি লটারি টিকিট কেনেন। এর আগে কখনও লটারি খেলার কথা তারা ভাবেননি। নিছকই মনের আনন্দে কেনা সেই টিকিট যে তাদের জীবনকে এমন আমূল বদলে দেবে, তা তারা স্বপ্নেও ভাবেননি। রাতে খবর আসে, তাদের সেই টিকিটে এক কোটি টাকা পুরস্কার উঠেছে। প্রথমে তারা খবরটি বিশ্বাস করতে পারেননি। তাই সকালে ওঠে এটিকে নিছকই গুজব বলে মনে হয়েছিল। তবে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তাদের আনন্দের বাঁধ ভেঙে যায়। কোটি টাকা জেতার খবর নিশ্চিত হওয়ার পর রাতেই তারা মালাবাজার থানায় লিখিতভাবে বিষয়টি জানান এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হন।
এ জাতীয় আরো খবর..