| বঙ্গাব্দ |
শিরোনাম :
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর! বিএসএফের কিশোরী মেয়ে আ;ত্ম'ঘা/তী বাংলাদেশ থেকে জালনোট এনে ভারতে পাচারের চেষ্টা স্ত্রীকে খুন করে ফেরার স্বামী! রাতের অন্ধকারে প/রকী;য়া ধরা পড়ে গেল যুগল কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র দাদাকে খু;/নের ঘটনায় খুড়তুতো ভাই ও বোন গ্রেপ্তার প্রকাশ্যে বৌদিকে খু/ন করলো দেওর! মা'নসিক নির্যাতনের কারণে আ/ত্মঘা/তী বলে অভিযোগ খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা সেতু সাত বছর পর বাড়ি ফিরলো নবম শ্রেণীর ছাত্র গাড়ি থেকে চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শু'টআউ'টের ঘটনা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা মুরগি নিয়ে ঝাঁপ দিতেই কুয়োতে পড়ে গেল চিতাবাঘ জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ! হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার সম্পর্কের টা'নাপোড়েনের জেরেই কি তরুণীকে খুন !
ad728

মাত্র আধা ঘন্টাতেই শিলিগুড়ি থেকে সিকিম

  • প্রকাশিত : Aug 19, 2025
ছবির ক্যাপশন:

মাত্র আধা ঘন্টাতেই শিলিগুড়ি থেকে সিকিম
মাত্র আধা ঘন্টাতেই সিকিম। শিলিগুড়ির বাগডোগড়া থেকে সিকিম এবার হেলিকপ্টারেই। রাস্তার যা হাল। তার মধ্যে বর্ষায় এবং শীতেও প্রাকৃতিক বিপর্যয়ে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। সেখানে হেলিকপ্টারে করে আকাশ পথে যাতায়াত।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হয়ে গেল বাগডোগরা থেকে গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা,। এই পথে জানুন ভাড়া ও সময়সূচি !
এই রুটে ২০ সিটের এমআই-১৭২ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। একজন যাত্রীর জন্য একমুখী ভাড়া ধার্য করা হয়েছে ৪,৫০০ টাকা! প্রতিটি ফ্লাইটে সর্বোচ্চ ১০ কেজি ওজনের লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি থাকবে, যার মাত্রা ৫৫ সেমি x ৪০ সেমি x ২০ সেমি। টিকিট বুকিংয়ের জন্য যাত্রীরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাংটকের টিকিট কাউন্টার, এসটিডিসির এমজি মার্গ অফিস অথবা বাগডোগরা বিমানবন্দরের হেলিপোর্ট বুকিং অফিসে যোগাযোগ করতে পারেন। টিকিট বুকিংয়ের ফোন নম্বরগুলি হল ০৩৫৯২-২০৩৯৬০ ও ৭৩১৮৯০৬৬৭৭।

হেলিকপ্টারের সময়সূচি নিম্নরূপ:
 গ্যাংটক থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে বাগডোগরায় পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে।
 বাগডোগরা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে গ্যাংটকে পৌঁছবে সকাল ১১টা ১৫ মিনিটে।
 গ্যাংটক থেকে দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়ে বাগডোগরায় পৌঁছবে দুপুর ১টায়।
বাগডোগরা থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে গ্যাংটকে পৌঁছবে দুপুর ২টো ৫ মিনিটে।

তবে, আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে এই পরিষেবা পরিচালিত হবে।

সিকিমের পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করতে স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড এবং সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এসটিডিসি)-এর যৌথ উদ্যোগে এই পরিষেবা পুনরায় শুরু করা হয়েছে।
এতে সিকিমের পর্যটন এবং সাধারণ যোগাযোগ ব্যবস্থায় নতুন করে প্রাণ সঞ্চার করতে পারবে বলে মনে1 করা হচ্ছে।

    

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300