| বঙ্গাব্দ |
শিরোনাম :
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর! বিএসএফের কিশোরী মেয়ে আ;ত্ম'ঘা/তী বাংলাদেশ থেকে জালনোট এনে ভারতে পাচারের চেষ্টা স্ত্রীকে খুন করে ফেরার স্বামী! রাতের অন্ধকারে প/রকী;য়া ধরা পড়ে গেল যুগল কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র দাদাকে খু;/নের ঘটনায় খুড়তুতো ভাই ও বোন গ্রেপ্তার প্রকাশ্যে বৌদিকে খু/ন করলো দেওর! মা'নসিক নির্যাতনের কারণে আ/ত্মঘা/তী বলে অভিযোগ খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা সেতু সাত বছর পর বাড়ি ফিরলো নবম শ্রেণীর ছাত্র গাড়ি থেকে চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শু'টআউ'টের ঘটনা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা মুরগি নিয়ে ঝাঁপ দিতেই কুয়োতে পড়ে গেল চিতাবাঘ জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ! হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার সম্পর্কের টা'নাপোড়েনের জেরেই কি তরুণীকে খুন !
ad728

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষামন্ত্রীসহ নিহত ৮

  • প্রকাশিত : Aug 7, 2025
ছবির ক্যাপশন:

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ, পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ অন্তত আটজন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা ১২ মিনিটে ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।  নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ ও ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। যেখানে একটি অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাদের। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে হেলিকপ্টারটি ‘উধাও’ হয়ে যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে।ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এ ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ আখ্যা দিয়েছেন।

 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300