প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2025 ইং
মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলল দুষ্কৃতীরা

কোচবিহার ১ ব্লকের শুটকাবাড়ি ফাঁসিরঘাটের চৌমাথায় রাজবংশী সমাজের মনীষী পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করা হয়েছিল। রাতের অন্ধকারে সেই পাকা মূর্তি কে বা কারা ভেঙে ফেলে। শনিবার সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূর্তি ভাঙার প্রতিবাদে এলাকায় মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবু জানান, নতুন করে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি বসানো হবে এই জায়গায় । সেটি দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হবে। এদিকে মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও দলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বলেন, কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করছে। যেভাবে মূর্তিটি উপড়ে নিয়ে গেছে তা মানা যায় না। পুলিশ প্রসাশনকে জানানো হয়েছে। নিশ্চিতভাবে দুষ্কৃতীরা ধরা পড়বে।
যদিও বিজেপি নেতা বিরাজ বোসের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, মনীষী পঞ্চানন বর্মা নিয়ে আবেগ রয়েছে রাজবংশী জনজাতি ও সাধারণ মানুষের মধ্যে৷ পঞ্চানন বর্মা ছিলেন কোচবিহারের একজন রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী, এবং সমাজ সংস্কারক। তিনি ঠাকুর পঞ্চানন, পঞ্চানন সরকার ও রায় সাহেব নামে পরিচিত ছিলেন। মনীষী পঞ্চানন বর্মার নামে বিশ্ব বিদ্যালয় চালু করেছে রাজ্য সরকার। সেই মনীষীর মূর্তি ভাঙায় নিন্দা জানিয়েছে সব মহল।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri