প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2025 ইং
চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সেজে উঠছে রাজগঞ্জের দেবীচৌধুরানী - ভবানী পাঠকের মন্দির। চার দিন বাদেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জোরকদমে চলছে শেষ তুলির টান।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুরের প্যাগোডা আকৃতির ঐতিহ্যবাহী দেবীচৌধুরানী - ভবানী পাঠকের মন্দিরটি দুই শতাধিক বছরের পুরনো। প্রতিদিন অনেক ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকরা মন্দির দর্শনে আসেন। প্রায় ৭ বছর আগে মন্দিরটি আগুনে পুড়ে যায়। পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে একই আদলে মন্দির ও মূর্তি তৈরি করা হয়।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, গজলডোবা ডেভলপমেন্ট অথরিটির ( GDA ) পক্ষ থেকে প্রায় ১কোটি টাকা ব্যায়ে মন্দিরের সীমানা প্রাচীর, গেট, সোলার লাইট ও মন্দিরে আসা মানুষদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। কাজ প্রায় শেষের দিকে। আগামী ১০ সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি এই মন্দিরের সৌন্দর্যায়নের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri