প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2025 ইং
ঋণ দেওয়া নিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক ব্যাংক কর্মীর!

ব্যাংক কর্মীকে বিয়ের দাবিতে ব্যাংকে এসে ধর্নায় দুই সন্তানের মা। তিনি আবার ডিভোর্সি। কোচবিহার জেলা থেকে এসে জলপাইগুড়ি জেলার ওই ব্যাংকের শাখায় এসে ধর্নায় বসেন মহিলা। ব্যাংক কর্মীর বাড়িতে না গিয়ে সরাসরি তার কর্মস্থলে ধর্নায় বসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গোসাইর হাট এলাকায় এক বেসরকারি ব্যাংকের শাখায় কর্মরত ছিলেন শুভঙ্কর রায় নামে ওই যুবক। সেখানে ঋণ দেওয়া নিয়ে ওই দুই সন্তানের মা ডিভোর্সি মহিলার সঙ্গে পরিচয়, এবং সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে মহিলার দাবি। কয়েক বছর থেকে তাদের এই নিবিড় সম্পর্ক চলে বলে দাবি করেছেন মহিলা। পরবর্তীতে ওই ব্যাংক কর্মী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ির আমগুড়ি শাখায় বদলি হয়ে আসেন। এরপর থেকেই ওই যুবক এড়িয়ে চলার চেষ্টা করেন বলে মহিলার অভিযোগ। এই কারণে ওই মহিলা বিয়ের দাবিতে ব্যাংকের সামনে ধর্নায় বসেন। তবে সূত্রের খবর, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন ওই যুবক এদিন কর্মস্থলে আসেননি। তার ব্যাপারেও কিছু বলতে নারাজ। গোটা বিষয় নিয়ে কৌতূহল জেগেছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri