বিপুল অঙ্কের জালনোট উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স। মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে প্রায় ২১ লক্ষ টাকার জালনোট দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম নাম হজরত বেলাল ওরফে মাসুদ। বয়স ২৪ বছর। বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং তরিকুল ইসলাম। বয়স ২৫ বছর। বাড়ি কালিয়াচক থানা এলাকায়। মঙ্গলবার রাতে তারা দুজনে মিলে একটি ব্যাগ করে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ সেখানে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় ২০ লক্ষ ৮৭ হাজার টাকার জালনোট। উদ্ধার নোটগুলির সমস্তটাই পাঁচশো টাকার নোট। উদ্ধার করা জালনোট সহ ধৃত দুই পাচারকারীকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ।