প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
স্ত্রীকে খুন করে ফেরার স্বামী!
ঘর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনার পর পলাতক মহিলার স্বামী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের আপালচাঁদ গ্রাম পঞ্চায়েতের গজলডোবা সংলগ্ন শিসাবাগান এলাকায়। মৃ;ত মহিলার নাম বিমলা বাউলি। বয়স আনুমানিক ৪০ বছর। তার স্বামীর নাম রামপ্রসাদ বাউলি। পরকীয়ার সন্দেহ, নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুল বাউলির ছেলে রামপ্রসাদ বাউলী তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন। রামপ্রসাদ টোটো চালানোর পাশাপাশি স্ত্রীকে সঙ্গে নিয়ে টোটোতে করে ঘুরে ঘুরে সবজি বিক্রি করতেন। ওই দম্পতি তার দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। এক ছেলে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। স্বামী - স্ত্রীর মধ্যে বড় কোন ঝা/মেলা হতেও দেখেননি পরিবার-ও প্রতিবেশীরা। তাহলে ওই ব্যক্তি এমন কা/ণ্ড কেন করলেন সেই প্রশ্নটাই বড় করে দেখা দিয়েছে।
ক্রান্তি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, অ'ভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri