বন্ধুর স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে গ্রামের নির্জন এলাকায় জন্মদিন পালন করতে গিয়ে ধরা পড়ে গেল বিবাহিত যুবক যুবতী। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঘটনা। রাতের অন্ধকারে নির্জন জায়গায় কেক কাটা হচ্ছিল। স্থানীয়রা প্রথমে ভাবেন জন্মদিনের পার্টি চলছে। কিন্তু সন্দেহ জাগতেই গ্রামবাসীরা ধরে ফেললেন এক বিবাহিতা মহিলা এবং এক যুবককে। এরপর শুরু হয় আসল নাটক। প্রথমে দু’জন নিজেদের স্বামী - স্ত্রী পরিচয় দেন। গ্রামবাসীরা পরিচয়পত্র দেখতে চাইতেই মুখ চুপসে যায় দুজনের। অগত্যা জেরার মুখে মহিলা জানান, “আমি ওঁকে ভালোবাসি। আমরা জন্মদিন পালন করছিলাম”। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হন মহিলার স্বামী। ক্ষিপ্ত স্বামীর চিৎকার “তুই বন্ধু হয়ে আমার এমন স;র্বনা/শ করতে পারলি?” রাগে যুবককে মা;রধ/র শুরু করেন। পরে অবশ্য গ্রামবাসীদের হস্তক্ষেপে র'ক্ষা পান যুবক। ধুপগুড়ির দক্ষিণ গোসাইর হাটের পটলের স্কুল সংলগ্ন এলাকার ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পিংক পুলিশ। তিনজনকেই থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই ধরনের প;রকী/য়ার ঘটনা দেখা যায় এলাকায়। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে তাদের দাবি।