প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2025 ইং
কাউন্সিলরকে বহিষ্কারের কথা জানান মেয়র
ম'দ্য"প অবস্থায় স্থানীয়দের হু/ম;কি দেওয়ার অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবনী দত্তকে মেয়র পারিষদ থেকে বহিষ্কার করলো দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করে এ কথা জানান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
অভিযোগ, রবিবার রাতে গনেশ পূজোর বিসর্জন সেরে এলাকার কিছু বাসিন্দা খাওয়াদাওয়া করার জন্য এলাকার একটি দোকানে যান। সেইসময়ই এলাকার কাউন্সিলর শ্রাবণী দত্ত এবং তার মেয়ে ম;দ্য;প অবস্থায় তাদেরকে হুমকি দেয় এবং শারিরীকভাবে নি/গ্র;হ করে। যদিও সেদিন ওই ঘটনা অস্বীকার করেন কাউন্সিলর শ্রাবনী দত্ত। বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বরা। এরপরই ওই কাউন্সিলরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব বলেন, ওই কাউন্সিলর যা করেছেন তা অনভিপ্রেত এবং বাঞ্ছিত নয়। এসব ঘটনা দল অনুমোদন করে না। তাই গোটা বিষয়টি নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে জানানো হয়। সেই সঙ্গে দলীয়ভাবে আলোচনা করে ওই কাউন্সিলরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন ওই ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত না হবে ততদিন ওয়ার্ডটি মেয়রের অধীনে থাকবে।
এব্যাপারে বহিষ্কৃত কাউন্সিলরের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হচ্ছে। প্রতিক্রিয়া পেলেই আপডেট দেওয়া হবে।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri