প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় আয়কর দপ্তরের হানা
মালদার গাজলের পান্ডুয়ায় একটি কারখানায় আয়কর দপ্তরের অভিযান। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় অভিযান চলে। শুক্রবার সকাল থেকেই আয়কর দপ্তরের আধিকারিকরা ওই কারখানার ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অনিয়মের সূত্র হাতে পেয়েই এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। সংবাদমাধ্যমকেও গেটের বাইরে আটকে দেওয়া হয়।
সূত্রের খবর, আধিকারিকরা কারখানার বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ নথি, হিসাবপত্র ও কম্পিউটার ঘেঁটে দেখছেন। সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে। তবে এ বিষয়ে আয়কর দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পান্ডুয়া এলাকায়।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri