প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ!
জন্মদিনের রাতেই তরুণের ঝুলন্ত দে/হ। জন্মদিন পালন করা হয়নি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেটাই খুঁজছে পরিবার ও পুলিশ।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দ পল্লীতে। মৃ'ত তরুণের নাম রাজ ঘোষ। বয়স ১৮ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাজের জন্মদিন ছিল। প্রতিবছর বাড়িতে জন্মদিন পালন করা হয়। কিন্তু এবছর আর্থিক সমস্যার কারণে জন্মদিন পালন করা হয়নি বলে জানান রাজের বাবা রাম ঘোষ। তিনি বলেন, ছেলে রাতে খাওয়াদাওয়া না করে ঘুমিয়ে গিয়েছিল। বাড়িতে কোনও রকম ঝা'মেলা হয়নি। আজ সকালে ছোটো ছেলে দাদাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ পায়নি। এরপরই দরজা ভে'ঙে ভেতরে গিয়ে দেখা যায় ছেলে ঝু'ল'ন্ত অবস্থায় রয়েছে। তবে কি কারণে এমন হল তা বুঝতে পারছেন না।
জানা গিয়েছে, রাজ শান্ত স্বভাবের ছিল। বাবার সাথে কাজ করত। মাঝে মধ্যে বন্ধুদের সাথে কাটারিং এর কাজে যেত। সন্ধ্যায় বন্ধুরা জন্মদিনের পার্টি দিতে বলেছিল। রাজ বলেছিল হাতে টাকা নেই কয়েকদিন পর দিবে। এমনকি বন্ধুদের আবদারে দেখা করতেও যায়নি। অন্যান্য দিন ভাইকে সাথে নিয়ে ঘুমাতে যায় রাজ। কিন্ত গতকাল রাতে একা ঘুমাতে গিয়েছিল। ভাইকে তার সাথে ঘুমাতে বারণ করে। আর সকালে দেখা যায় এমন ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। দে/হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃ/ত্যুর আসল কারণ জানা যাবে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri