প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
হাতবদলের আগেই পি'স্তল সহ যুবক গ্রেপ্তার
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ একটি দেশি পি'স্তল ও এক রাউন্ড গু/লি একজনকে গ্রেপ্তার করে । গভীর রাতে শিলিগুড়ি মাল্লাগুরির কাছে এই অভিযান চালায় পুলিশ। ধৃতের নাম সঞ্জয় পাল। তার বাড়ি প্রধননগর থানার সমরনগর এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই অ'স্ত্র মালদা থেকে আনা হয়েছিল এবং শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্য ছিল। তবে এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয় এবং তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতের আবেদন জানায়।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri