প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
পঞ্চায়েত থেকে দেওয়া জন্ম শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর মিলছে না

অবাক কান্ড! পঞ্চায়েত থেকে দেওয়া জন্ম সার্টিফিকেট, কিন্তু রেজিস্টার খাতায় নামই নেই! জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজেশন করতে হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা। কেউ ছ'মাস ধরে,আবার কেউ এক বছর ধরে ঘুরছেন। ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত সহায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। যদিও সহায়ক সঞ্জয় কুমার সাহার দাবি, তিনি এই পঞ্চায়েত অফিসে চার মাস আগে যোগ দিয়েছেন। লগ ইন এবং পাসওয়ার্ড নিয়ে একটা সমস্যা ছিল। সপ্তাহখানেক আগে সেটা সমাধান হয়েছে। তবে বড় সমস্যা হল রেজিস্টার খাতায় জন্ম শংসাপত্রের বেশিরভাগ রেজিস্ট্রেশন নম্বর মিলছে না। একাধিক জন্ম শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর একটাই দেখাচ্ছে। সেগুলো আসল না নকল বোঝা কঠিন হয়ে গিয়েছে। এমনকি অনেক রেজিস্টার খাতা পঞ্চায়েত অফিসে নেই। বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতের ভুলের কারণে হাজার হাজার মানুষকে বিপদে পড়তে হচ্ছে। ডিজিটালাইজেশন করানোর জন্য কয়েক মাস ধরে ঘুরছেন। 'দিদি কে বলো' তেও ফোন করে অভিযোগ করা হয়েছে। তবুও কাজের কাজ কিছুই হচ্ছে না।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri