প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
মেয়ের সঙ্গে বিএ পাশ করলেন ৪৫ বছরের মা

কথায় বলে ইচ্ছে থাকলে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে।
জানা গিয়েছে, সঙ্গীতাদেবী ১৯৯৬ সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার, সন্তান... কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায়। ২০১৯ সালে ফের মাধ্যমিক, ২০২২ সালে মেয়ের সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করেন। সংসার সামলে কলেজ, টিউশনি, সেলাইয়ের কাজ আর সংস্কৃতির চর্চা—সব কিছু একসঙ্গে করার পরও এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিএ পাশ করলেন। তিনি পেয়েছেন ৭৫% নম্বর। মেয়ের নম্বর ৮০%। এবার মা-মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এমএ করা।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri