প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
স্ত্রীকে খু/ন করে থানায় গিয়ে আত্মসমর্পণ
স্ত্রীকে খু/ন করে বড় দিদিকে প্রণাম করেন। এরপর ছোট দিদিকে ফোন করে খু/নের কথা জানান। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যান থানায়। সেখানে পুলিশের কাছে গিয়ে খু/নের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর পুরসভার মাস্টার পাড়ায়। উত্তরপাড়া থানার পুলিশ দে'হটি ঘর থেকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় কোন্নগর পুরসভার মাস্টার পাড়ায় বসবাস করেন। কোনও বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা লেগেই থাকতো। গতকালও তাদের মধ্যে অশান্তি হয়। সম্ভবত রাতে স্ত্রীকে শ্বাসরোধ খুন করেন। সকাল বেলা ঘরে তালা মেরে কিছু নথিপত্র পাশের বাড়িতে থাকা দিদিকে দিয়ে তাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ সেই বাড়িতে পৌঁছে তালা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়ে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri