প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
সিভিক ও ভিপির শাস্তির দাবিতে পথ অবরোধ
এক আদিবাসী যুবককে মা'রধরে'র অভিযোগ সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের বিরুদ্ধে। হুগলির
আরামবাগের তিরোল অঞ্চলের বিশমাইলে এই ঘটনাকে কেন্দ্র করে উ'ত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপন মুদি নামে এক আদিবাসী যুবক এলাকার একটি মিলের কর্মী। রাত দুটোয় কাজ করতে যাওয়ার সময় এক সিভিক ভলান্টিয়ার ও এক ভিলেজ পুলিশ যুবককে মা'রধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষো'ভে ফেটে পড়েন। বর্ধমান - আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। আদিবাসীরা তী'র ধ'নুক ও লা'ঠিসো'টা নিয়ে বি'ক্ষোভ সামিল হয়। প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকার পর আদিবাসী সংগঠনের সঙ্গে আরামবাগ থানার পুলিশ কথা বলে এবং তাদের আশ্বাস দেওয়া হয় অভিযুক্ত দুইজনকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই আশ্বাসে অবরোধ উঠে যায়।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri