প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2025 ইং
দুইদিন নিখোঁজের পর যুবকের র'হস্যজনক মৃ'তদে'হ উদ্ধার

দুইদিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার হল যুবকের র'হস্যজ'নক মৃ/তদে'হ। যুবককে খু/ন করা হয়েছে বলে স্থানীয়দের অনুমান। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার চানোক এলাকার ঘটনা। চানোক জঙ্গল থেকে তার দে/হ উদ্ধার হয়। যুবকের নাম বরুন মন্ডল ( ৩৬ )। তার বাড়ি চানোক এলাকাতেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ আগস্ট থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে নবগ্রাম থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। দুইদিন পর সেই যুবকর দে/হ উদ্ধার হল জঙ্গল থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri