প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
টিফিন বক্সে ব্রাউন সুগার

মালদা গাজল রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন৫১২ নং জাতীয় সড়ক এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগ খতিয়ে দেখা হয়। ব্যাগের মধ্যেই পাওয়া যায় একটি টিফিন বক্স। আর সেই টিফিন বক্স থেকেই উদ্ধার হয় ৪১৪ গ্রাম ব্রাউন সুগার। রবিবার বৈকাল তিনটা নাগাদ পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য কয়েক লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, ওই যুবক কালিয়াচক এলাকা থেকে ব্রাউন সুগার গুলি নিয়ে উত্তর দিনাজপুরের ডাল খোলার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃত ও যুবকের নাম মোশারফ শেখ বয়স ২৫ বাড়ি কালিয়াচকের কিসমতপুর নারায়ণপুর এলাকায়। ধৃত ঐ যুবককে গ্রেপ্তারের পাশাপাশি পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri